Wellcome to National Portal
বাংলাদেশ পর্যটন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ জুন ২০১৬

চাকায় চড়ে ঢাকায় - বৈশাখী খাবার


প্রকাশন তারিখ : 2016-04-11

আসছে ১লা বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দে Visit Bangladesh-2016 -এর দিনপঞ্জিকার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে 'চাকায় চড়ে ঢাকায়- বৈশাখী খাবার'। এই আয়োজনে বিক্রয় ও প্রদর্শনীর জন্য থাকছে ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেইনিং ইন্সটিটিউটের (NHTTI)-এর প্রশিক্ষণার্থীদের তৈরি করা হরেক রকম বাহারি, বাঙ্গালি খাবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ফুড ক্যারাভ্যানের মাধ্যমে স্বাস্থ্যকর ও সুস্বাদু বাঙালি খাবার পরিবেশিত হবে।
আয়োজনটির অন্যতম অংশ হিসেবে থাকছে সেলফি কর্নার এবং নানা নকশার ফ্রেম। 
বাঙালিদের সংস্কৃতি ও কৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে ভোজন-বিলাসের উপস্থিতি। আমরা বাঙালিরা বরাবরই ভোজন রসিক। খেতে ভালোবাসে না এমন বাঙালি পাওয়া মুশকিল। আর, তা যদি হয় আমাদের আবহমান ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা পান্তা-ইলিশ কিংবা নানা পদের ভর্তা আর ছোট মাছের চচ্চরি তবে তো কথাই নেই।
বাঙালিদের এই ভোজন-অনুরাগকে মাথায় রেখেই বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের এই উদ্যোগ। এই পহেলা বৈশাখে অসাধারণ ও ভিন্নধর্মী এই আয়োজনটি যেন হাতছাড়া না হয়ে যায়!
এই আয়োজনের ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে থাকছে- BUZZ N' BOOST