Wellcome to National Portal
বাংলাদেশ পর্যটন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২৪

চেয়ারম্যান

 

সায়েমা শাহীন সুলতানা
চেয়ারম্যান
বাংলাদেশ পর্যটন করপোরেশন
পর্যটন ভবন, প্রশাসনিক এলাকা
শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা - ১২০৭।
টেলিফোন : +৮৮০২-৪১০২৪১৯২
ই-মেইল : chairman@parjatan.gov.bd
 
বেগম সায়েমা শাহীন সুলতানা বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন সদস্য। তিনি ২০ নভেম্বর ২০২৪ খ্রি: তারিখ বাংলাদেশ পর্যটন করপোরেশন এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) পদে যোগদান করেন।
বাংলাদেশ পর্যটন করপোরেশনে যোগদানের পূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “Strengthening Public Financial Management Program to enable Service Delivery (SPFMS)”-এ প্রোগ্রাম এক্সিকিউটিভ ও কো-অর্ডিনেটর হিসেবে লিয়েনে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসনে তিনি সহকারী কমিশনার হিসেবে নরসিংদী ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ভূমি অফিস, ময়মনসিংহ সদর এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এ  দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ সদর এর দায়িত্ব পালন করেছেন।
পেশাগত কাজে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত, রাশিয়া, চীন, সৌদি আরব, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড সফর করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে Economics and Finance for Development বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন।