Wellcome to National Portal
বাংলাদেশ পর্যটন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৯

ফেনী জেলা

ক. ধর্মীয়ঃ

১.চাঁদগাজী ভূঁইয়া মসজিদঃ

প্রায় তিন’শ বছরের পুরনো মসজিদটি ফেনী অঞ্চলের সর্বাধিক প্রাচীন পাকা মসজিদ। ঐ ঐতিহ্যগত কারণে এ মসজিদ দেখার জন্য ইতিহাস সন্ধিৎসু পর্যটকরা সেখানে যায়। ১৯৮৭ সালের ১লা অক্টোবর বাংলাদেশ সরকার এ মসজিদকে প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে সংরক্ষিত ঘোষনা করেছে।  মধ্যযুগীয় রীতি অনুযায়ী চূন, সুড়কী ও ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে তৈরী তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি সংস্কারের অভাবে অবহেলিত অবস্থায় বিদ্যমান। 

 

২. শার্শাদি গ্রামের প্রাচীন মসজিদঃ

খ. বিনোদনমূলকঃ

১. রাজাঝির দীঘিঃ

রাজাঝির দীঘিকে কেন্দ্র করে তৎকানীন মহকুমা প্রশাসন নবীন চন্দ্র সেন আঠার শতাব্দীর শেষদিকে ফেনী শহরের গোড়াপত্তন করেন। শহরের কেন্দ্র স্থলে অবস্থিত দীঘিটি অবহেলায় শ্রীহীন হয়ে পড়েছে। সর্ববৃহৎ জলাশয় এই দীঘিটিতে ব্যাপক মৎস্য চাষের সুযোগ রয়েছে।

 

গ. উৎসবঃ

১. সোনগাজীর মুহুরি প্রকল্পঃ

পর্যটন আকর্ষণীয় মুহুরী নদীর তীর সংলগ্ন চর ভূমির সৌন্দর্য পরিদর্শনে প্রচুর পর্যটক পরিদর্শনে আসেন।