Wellcome to National Portal
বাংলাদেশ পর্যটন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুলাই ২০২০

পাবনা জেলা

 

 

ক)  ধর্মীয় :

পর্যটন আকর্ষণের নাম ও বর্ণনা :

 

১. চাটমোহর শাহী মসজিদ :

পাবনা জেলার চাটমোহর বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত। ভগ্নপ্রায় মসজিদটি ১৯৮০ সালে বাংলদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি পূনঃনির্মাণ করে। মসজিদটিতে চমৎকার তুঘরা লিপিতে উৎকীর্ণ একটি ফাসি শিলালিপি ছিল যা বর্তমানে বরেন্দ্র গবেষণা জাদুঘরে সংরক্ষিত আছে। এ শিলালিপি অনুসারে ১৫৮২ খ্রিষ্টাব্দে জনৈক খান মুহম্মদ বিন তকি খান কাকরাল মসজিদটি নির্মাণ করেন। একটি নিচু বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা মসজিদটি সামান্য উঁচু একটি মঞ্চের পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। মসজিদেও গম্বুজগুলি নির্মাণে ব্যবহৃত হয়েছে বাংলা পেন্ডেনটিভ। বাংলায় বিদ্যমান মোঘল ইমারতের মধ্যে এটি অন্যতম সর্বপ্রাচীন নিদর্শন।
 

২. জোড় বাংলা মন্দির :

শহরের উত্তর-পূর্বে কোনায় কালাচাঁদ পাড়ায় অবস্থিত জোড় বাংলা মন্দিরটি এ জেলার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন। বাংলার চিরন্তন বৈশিষ্ঠ্য পরস্পর দুইটি বক্রাকৃতির কুঠিরের অনুকরণে তৈরী বলে এটাকে জোড় বাংলা বলে এর প্রথমটি মন্ডপ ও দ্বিতীয়টি মন্দির । এই মন্দিরটি আঠারো শতকের মাঝামাঝি সময়ে মুর্শিদাবাদের নবাবের তহশীলদার ব্রজমোহন ক্রোড়ী কর্তৃক নির্মিত হয় । ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরী মন্দিরটির প্রতিটি  ইটের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। বাংলার নিজেস্ব পোড়ামাটির শিল্পেরআবহমান ধারায় সমৃদ্ধ মন্দিরটি একটি উজ্জল নিদর্শন।