ক) ঐতিহাসিক প্রত্নতাত্বিক ও স্থাপত্য নিদর্শনঃ
পর্যটন আকর্ষণের নাম ও বর্ণনাঃ
১. নীলকরদের কুঠিঃ
চুয়াডাঙ্গার নিশ্চিন্তপুরে নীলকরদের কুঠি। নীলকুঠিটি জেমস হিল ১৮০২ সালে প্রতিষ্ঠা করেন।
২. চুয়াডাঙ্গা ডাকবাংলোঃ
১৮৬৯ সালে এখানে রেলপথ প্রতিষ্ঠিত হলে মহকুমা সদর চুয়াডাঙ্গায় স্থাপিত হয়। চুয়াডাঙ্গার ডাক বাংলোটি বহু পুরানো। এর পাশ থেকেই বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। পড়ন্ত বিকেলে এখানে নদীর চরে বেড়াতে অত্যন্ত আনন্দদায়ক।