Wellcome to National Portal
বাংলাদেশ পর্যটন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ নভেম্বর ২০১৯

লক্ষীপুর জেলা

ক) ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও স্থাপত্য নিদর্শনঃ

১. দালালবাজার জমিদারবাড়িঃ

দালালবাজার জমিদার বাড়ি লক্ষীপুর জেলা শহর সংলগ্ন একটু দক্ষিণে অবস্থিত। লক্ষীপুরের প্রধান আকর্ষণ এই দালালবাজার জমিদার বাড়ি । পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বাড়ির রাজগেট, প্রাসাদ, অন্দরমহল, আনন্দপুকুর - এসব দেখে একজন দর্শণার্থী অতীত যুগে ফিরে যাবেন।

 

খ) প্রাকৃতিকঃ

১. খোয়া সাগরদীঘিঃ

লক্ষীপুর জেলা শহর থেকে ৪ কিঃমিঃ দূরে অবস্থিত এই দীঘি লক্ষীপুর রাজবংশের অন্যতম রাজা খোয়া রামনাথ ১৭৪৫-১৭৫০ সালের দিকে খনন করেন। দীঘিটির চারপাশ ঘিরে রয়েছে লালমাটির ছোট ছোট টিলা ও সবুজ  প্রান্তর। এখানকার প্রাকৃতিক শোভা অতি মনোরম।