Wellcome to National Portal
বাংলাদেশ পর্যটন করপোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

রূপকল্প ও অভিলক্ষ্য

বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) একটি সরকারি পর্যটন সংস্থা। ১৯৭২ সালে মহামান্য রাষ্ট্রপতির ১৪৩ নং আদেশের মাধ্যমে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৩ সালের ১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু হয়। সংস্থাটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর আওতাধীন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। 

 

রূপকল্প (Vision):

বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করা।


অভিলক্ষ্য (Mission):

১) পর্যটন সুবিধাদি সৃষ্টি করা;
২) উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ উন্নয়ন;
৩) টেকসই পর্যটন উন্নয়নে সামাজিক আন্দোলন গড়ে তোলা।

 

কার্যাবলী (Functions):


১. অভ্যন্তরীণ পর্যটন অবকাঠামো সৃষ্টি;
২. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং পর্যটকদের মানসম্মত সেবা প্রদান;
৩. দেশে ও বিদেশে পর্যটন-এর ইতিবাচক ভাবমূর্তি তৈরী, পর্যটন শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণ এবং পর্যটন সংশ্লিষ্ট বা সহায়ক সকল কার্য সম্পাদন;
৪. দারিদ্র বিমোচনের লক্ষ্যে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করা; 
৫. সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটন শিল্পের সম্প্রসারণ; 
৬. সরকারের পূর্বানুমোদন সাপেক্ষে বিদেশের সাথে পর্যটন চুক্তি সম্পাদন; 
৭. পর্যটন সংক্রান্ত নানামুখী গবেষণা এবং দেশে-বিদেশে প্রচার কার্যক্রম পরিচালনা; 
৮. পর্যটকদের জন্য হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রেস্ট-হাউজ, পিকনিক স্পট, ক্যাম্পিং সাইট, থিয়েটার, বিনোদন পার্ক, ওয়াটার স্কিইং ও পর্যটকদের জন্য বিনোদন কেন্দ্র প্রতিষ্ঠা, নির্মাণ, আয়োজন, সংস্থান ও পরিচালনা; 
৯. ট্রাভেল এজেন্সি গঠন এবং দলবদ্ধ ভ্রমণ আয়োজনের জন্য রেলওয়ে, শিপিং কোম্পানি, এয়ারলাইনস, জলপথ ও সড়ক পরিবহনের এজেন্ট হিসেবে কাজ করা; 
১০. কার্যকর কমিউনিটি বেইজড ট্যুরিজম উৎসাহিতকরণ এবং আর্থিক স্বচ্ছলতা ও ক্ষমতায়ন বৃদ্ধিকল্পে দেশের নারী জনগোষ্ঠীকে পর্যটন কর্মকান্ডে সম্পৃক্তকরণ ;
১১. প্রকৃতি, জীব-বৈচিত্র কে অক্ষুন্ন রেখে ইকো-ট্যুরিজম ও নৃতাত্ত্বিক সংস্কৃতিকে ভিত্তি করে ethno-tourism এর উন্নয়ন; 
১২.পর্যটন শিল্পে শক্তিশালী সরকারী-বেসরকারী যৌথ অংশীদারিত্ব উৎসাহিতকরণ;