বাংলাদেশ পর্যটন করপোরেশন এর Food Pavilion পেল শ্রেষ্ঠ স্টলের পুরষ্কার। মাননীয় বাণিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদ, এম,পি’র হাত থেকে পুরষ্কার নিচ্ছেন পর্যটন এর চেয়ারম্যান মহোদয় জনাব আখতারুজ জামান কবির।
এই প্যাভিলিয়নের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী ছিলেন পর্যটন এর মহাব্যবস্থাপক জনাব জাকির হোসেন শিকদার এবং সার্বিক দায়িত্বে ছিলেন উপ-ব্যবস্থাপক জনাব রমেন্দ্র নাথ মন্ডল।
নির্মাণশৈলীতে নান্দনিকতার জন্য এই প্যাভিলিয়নটি শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করতে পেরেছে।