বাংলাদেশ পর্য়টন করপোরেশনের ভ্রমণ বিভাগের নতুন গাড়িবহর!
প্রকাশন তারিখ
: 2018-02-05
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভ্রমণ ও রেন্ট-এ-কার ইউনিটের সেবা পর্যটকদের নিকট আরো সম্প্রসারিত করার লক্ষ্যে ‘ভিজিট বাংলাদেশ ক্যাম্পেইনের আওতায় ২টি কোস্টার ও ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। যে কোন পর্যটক বা যে কোন প্রতিষ্ঠান তাদের নিজস্ব কাজে উক্ত গাড়িসমূহ বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভ্রমণ ও রেন্ট-এ-কার ইউনিটের সাথে যোগাযোগ করে ব্যবহারের জন্য ভাড়া গ্রহণ করতে পারেন।