ঠিক সামনে রাস্তার ওপারে জাতীয় স্মৃতিসৌধ। হাতে শুধু মাইক্রোফোন ধরে খোলা আকাশের নিচে খালি গলায় একের পর এক গলা ছাড়ছেন দেশের জন্য। অনুষ্ঠানের শুরুতেই বলা হয় ‘যে যেভাবে পারি দেশের জন্য একটি গান করি’। সেই আহ্বানে শনিবার (২৬ মার্চ) সকালে শুরু হয় পর্যটন করপোরেশনের উদ্যোগে ‘গাই বিনা বাদ্যে বাংলাদেশের গান’ শীর্ষক এ আয়োজন।শুরুতেই গলা ছেড়ে গান ধরেন পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (বিপণণ) জনাব পারভেজ আহমেদ চৌধুরী নিজেই। করপোরেশনের সব শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এ আয়োজন সবার জন্যই উন্মুক্ত থাকে। পর্যটন করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (যুগ্ম সচিব) জনাব মওদুদ-উর-রশীদ সফদার। তিনি আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, ‘ভেঙ্গেছো দুয়ার, এসেছো জ্যোর্তিময়’।
এছাড়া শুরুতে জনাব মওদুদ-উর-রশীদ সফদার বক্তৃতায় বলেন, ‘দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা পর্যটন সৌন্দয্যকে তুলে ধরা সবার দায়িত্ব। দেশকে ভালোবাসে দেশের পর্যটন ছড়িয়ে দিতে হবে। গানে গানে বলতে হবে বাংলাদেশের কথা।’ সরকারি পর্যটন সংস্থা ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন’ দেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা জানাতে স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ সংলগ্ন এ আয়োজন চলবে সারাদিন।
যেকেউ খালি গলায় গেয়ে শোনাতে পারেন একটি গান। গানটি গাইতে হবে বাংলায় এবং দেশের জন্য। দুপুরের আগেই প্রায় অর্ধশত গানে মুখরিত হয়ে উঠে জয় রেস্টরেন্ট-এর গার্ডেন প্রাঙ্গণ। বিকেলে সফলভাবে এ আয়োজনের শেষ হয়।