বিদেশ থেকে আগত যাত্রীদের সুবিধার্থে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট-এর আগমনী লাউঞ্জে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তিনটি শুল্কমুক্ত বিপণী চালু রয়েছে। এসকল বিপণীতে বাংলাদেশী ও বিদেশী পাসপোরর্টধারী আগত যাত্রীগণ তাঁদের প্রাপ্যতা অনুযায়ী শুল্কমুক্ত মূল্যে পণ্য ক্রয় করতে পারেন। বিমানবন্দরের ব্যাগেজ রুলের আওতায় এসকল বিপণী হতে বিদেশী পাসপোর্টধারী যাত্রীগণ প্রত্যেকে সর্বোচ্চ এক বোতল আমদানীকৃত বিদেশী মদ জাতীয় পানীয় এবং এক কার্টন আমদানীকৃত সিগারেট ক্রয় করতে পারেন। বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীবৃন্দ এক কার্টন সিগারেট ক্রয় করতে পারেন। সিগারেট ও মদ্য জাতীয় পানীয় ব্যতিরেকে অন্যান্য পণ্য যেমনঃ চকলেট, পারফিউম ইত্যাদি সামগ্রী আগত যাত্রীবৃন্দ তাঁদের চাহিদামতো ক্রয় করতে পারেন।
বিভিন্ন বিমানবন্দরে বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত শুল্কমুক্ত বিপণী (আগমনী লাউঞ্জ) এ নিম্মোক্ত পন্য পাওয়া যায়ঃ
বিবিধ প্রকারের বিদেশ হতে আমদানীকৃত সিগারেট, হুইস্কি, ভদকা, রাম, জিন, বিয়ার, বিভিন্ন ধরনের চকলেট, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, আফটার শেভ ইত্যাদি।