সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪
চেয়ারম্যানের বাণী
বাংলাদেশ পর্যটন করপোরেশন (সরকারি পর্যটন সংস্থা) বাংলাদেশের পর্যটন উন্নয়নের পথিকৃৎ। স্বাধীনতার অব্যবহিত পর ১৯৭২ সালের নভেম্বর মাসে রাষ্ট্রপতির আদেশ নং-১৪৩ বলে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিষ্ঠিত হয় এবং ১ জানুয়ারি ১৯৭৩ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পর্যটন করপোরেশন পর্যটনের বিকাশ, উন্নয়ন এবং প্রসারের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সংস্থাটির দুটি মূল দায়িত্ব হচ্ছে: পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়ন এবং সারাদেশে পর্যটকদের জন্য সুবিধাদি সৃষ্টি ও তা পরিচালনা করা।
বাংলাদেশ পর্যটন করপোরেশন-এর প্রধান কাজ হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়ন, বিদেশে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি সৃষ্টি, পর্যটন অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের সেবা প্রদান এবং পর্যটন সম্পদের সুষ্ঠু বিকাশের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ। পাশাপাশি দেশের জিডিপি বৃদ্ধিতে অবদান রাখা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। পর্যটকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের ব্রত নিয়ে এবং সারা দেশে মানসম্মত পর্যটন সুবিধাদি সৃষ্টির লক্ষ্যে, বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের বিভিন্ন সম্ভাবনাময় স্থানে পর্যটন সুবিধাদি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিখাতের বিনিয়োগের পথ উন্মুক্ত করে থাকে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশের পর্যটন শিল্পের উন্নয়নে আলোকবর্তিকা হিসেবে কাজ করে থাকে। পর্যটকদের মানসম্মত সেবা প্রদান, আন্তর্জাতিকমানের আকর্ষণীয় পর্যটন সুবিধাদি সৃষ্টি, পযর্টন আকর্ষণীয় নতুন স্থানসমূহ চিহ্নিতকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন আনয়নে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানটি সারা দেশে পর্যটকদের সেবা প্রদানের জন্য ৫৩টি বিভিন্ন প্রকার পর্যটন ইউনিট যেমন হোটেল, মোটেল, রেস্তোরাঁ, বার, পিকনিক স্পট, সুইমিং পুল, পর্যটন তথ্য কেন্দ্র ইত্যাদি স্থাপন করেছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার্থে ১৯৭৫ সাল থেকে দেশের আন্তজার্তিক বিমানবন্দরসমূহে শুল্কমুক্ত বিপণী পরিচালনার মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে। শুল্কমুক্ত বিপণীসমূহে অধিকাংশ সামগ্রী বিদেশ থেকে সরাসরি আমদানী করা হয়। ব্যবসায়িক সুখ্যাতির জন্য বিশ্বের সকল বিখ্যাত শুল্কমুক্ত বিপণী সমূহের সাথে আমাদের সৃষ্টিলগ্ন থেকেই সুসম্পর্ক রয়েছে।
বাংলাদেশে পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প। যথাযথ উন্নয়ন ও বিকাশের মাধ্যমে মানসম্মত সেবা প্রদানসহ কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন এবং জিডিপি প্রবৃ্দ্ধিতে এ শিল্প সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম। বাংলাদেশ পর্যটন করপোরেশন তার সেবা প্রদানের মান উন্নতকরণের লক্ষ্যে যে কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের উদ্ভাবনী ধারণা, উপদেশ, সুপারিশ সাদরে গ্রহণ করে থাকে। আমরা আমাদের সকল দেশি-বিদেশি পর্যটকদের সর্বদাই আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের প্রত্যাশা দেশি-বিদেশি পর্যটকগণ বাংলাদেশের পর্যটন আকর্ষণীয় স্থানসমূহ বেশি বেশি ভ্রমণ করবেন এবং আমাদের আতিথিয়েতা গ্রহণ করবেন।