বিদেশ থেকে আগত ট্রানজিট যাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী সহজে ক্রয়ের লক্ষ্যে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকা-এর ট্রানজিট লাউঞ্জে বাংলাদেশ পর্যটন করপোরেশন ০১ (একটি) শুল্কমুক্ত বিপণী পরিচালনা করছে। ট্রানজিট যাত্রীগণ ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সমাপনান্তে ঢাকা বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে স্থাপিত শুল্কমুক্ত বিপণীতে শুল্কমুক্ত মূল্যে তাঁদের প্রয়োজনীয় পণ্য-সামগ্রী ক্রয় করতে পারেন। সম্মানিত বিমান যাত্রীদের সুবিধার্থে এ বিপনীতে বন্ডেড সামগ্রী ছাড়াও স্থানীয় পণ্য যেমন: হস্তজাত পণ্য, তৈরী পোষাক, সুভেন্যির সামগ্রী ইত্যাদি ও বিক্রয় করা হয়। এছাড়া সম্মানিত যাত্রীবৃন্দের জলযোগের সুবিধার্থে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে একটি স্ন্যাক্স কর্ণার স্থাপন করা হয়েছে।
পণ্যের নাম:
আমদানীকৃত পণ্যঃ বিবিধ প্রকারের বিদেশ হতে আমদানীকৃত সিগারেট, হুইস্কি, ভদকা, রাম, জিন, বিয়ার, বিভিন্ন ধরনের চকলেট, সানগ্লাস, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, আফটার শেভ ইত্যাদি।
স্থানীয় পণ্যঃ মুক্তার তৈরী অলংকার, সিল্ক শাড়ী, জামদানী শাড়ী, কাতান শাড়ী, টাঙ্গা্ইল তাঁতের শাড়ী, খদ্দরের পোষাক, ফতুয়া, পাঞ্জাবী, সেলওয়ার-কামিজ, শাল, নকশী কাঁথা, নকশী করা বেডশীট, গ্রামীন চেকের পোষাক, বিভিন্ন ধরনের পাট ও চামড়ার ব্যাগ, অসংখ্য ধরনের সুভেন্যির ও শোপিস এবং আরো অনেক পণ্য।